সংবাদ শিরোনাম :
পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর হামলা, নিহত ৩০০

পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর হামলা, নিহত ৩০০

পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর হামলা, নিহত ৩০০
পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর হামলা, নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সোমবার রাত ৩ টা ৩০ মিনিটের দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই ।

বার্তা সংস্থাটি জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর থাকা জঙ্গি ঘাঁটিগুলোতে চালানো হামলায় এগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, হামলা শতভাগ সফল হয়েছে বলে সূত্র জানিয়েছে এবং এটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হয়েছে।

ভারতীয় প্রায় সবগুলো সংবাদমাধ্যমই সরকারি সূত্রের বরাত দিয়ে হামলায় ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ তথ্য অস্বীকার করে জানানো হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তান সেনাবাহিনী অভিযোগ করেছে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনীর জঙ্গি বিমান ধাওয়া দিলে ভারতীয় বিমানগুলো পালিয়ে যায়।

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর ‍টুইটারে লিখেছেন, ‘ভারতীয় বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। পাকিস্তান বিমান বাহিনী দ্রুত ধাওয়া করেছে। ভারতীয় বিমানগুলো ফিরে গেছে। বিস্তারিত পরবর্তীতে।’

তিনি আরো জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনী বালাকোটের কাছে বোমা ফেলেছে।

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় ভারত পাকিস্তান সীমান্তে এ হামলা চালালো। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪০ জোয়ান নিহত হয়। ভারতীয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ ই মোহাম্মদকে দায়ী করেছে। জইশ ই মোহাম্মদও এ ঘটনার দায় স্বীকার করেছে এবং হামলাকারীর ছবি প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com