লোকালয় ২৪

পাকিস্তান সফরে যেতে চান না শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার

পাকিস্তান সফরে যেতে চান না শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার

স্পোর্টস আপডেট ডেস্কঃ নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার। তারপরও আশা ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বদ্ধ পরিকর তারা। পিসিবি বলছে, যা কিছুই হোক, সফরটা হবে।

পাকিস্তান সফর নিয়ে অবশ্য লঙ্কান বোর্ড খেলোয়াড়দের ওপর চাপ দিচ্ছে না। তারা বলেছে, যদি কেউ সরে যেতে চায়, সরে যেতে পারে। এমন ঘোষণা শোনার পর নাম প্রত্যাহার করে নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও থিসারা পেরেরাসহ ১০ ক্রিকেটার।

পিসিবি বোর্ডের একজন কর্তা বলেন, ‘আমরা বুঝতে পারছি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিসের মুখোমুখি হয়েছে। সেটাও জানি যে তারা কোনো খেলোয়াড়কে এই সফরে আসার জন্য চাপ দিতে পারবে না। তারপরও সফরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘যদি এই সফরটা সফলভাবে শেষ করা যায়, তবে ভেবে দেখুন পাকিস্তানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মাঠে না খেলার কথা তুলতে পারবে কি না! কোন খেলোয়াড় আসছে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা জাতীয় দল পাকিস্তান সফর করছে। বোর্ডের কাছে এটাই গুরুত্বপূর্ণ।’

এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। ২৫ সেপ্টেম্বর তারা পা রাখবে করাচিতে।