লোকালয় ২৪

পাকিস্তান থেকে গাধা কিনবে চীন

পাকিস্তান থেকে গাধা কিনবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে পুরনো বন্ধুত্বে নতুন করে রং ছড়াচ্ছে পাকিস্তান। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরো দ্রুততার সঙ্গে মজবুত হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক। দেনা আর অর্থ সংকটে ধুকতে থাকা পাকিস্তানের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে চীন। যদিও চীনা পণ্যের আমদানির তুলনায় পাকিস্তান থেকে চীনে রপ্তানি অনেক কম।

তবে ধীরে ধীরে চীনের বাজার ধরার চেষ্টা করছে পাকিস্তান। জানা গেছে, দেশটিতে গাধা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ বিষয়ে দ্রুতই চীনা সরকারের সঙ্গে চুক্তি সই হবে বলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া লাইভস্টক ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

এজন্য নাকি বেশ কিছু গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। জিও টিভি বলছে, পাকিস্তান থেকে কয়েক ধাপে গাধা পাঠানো হবে। প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন।