লোকালয় ডেস্কঃ কাশ্মিরের পুলাওয়ামা হামলার সঙ্গে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তা। এর প্রেক্ষিতে ভারতের যেকোনও আগ্রাসন রুখে দিতে সেনাবাহিনীকে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।
পুলওয়ামার ওই ঘটনার পর বৃহস্পতিবার সামরিক প্রধানের বৈঠকে বসেন ইমরান খান। এরপর এনএসসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক বিবৃতিতে ইমরান খান নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পাকিস্তান জানান দিতে চায় যে তারা তাদের জনগণকে রক্ষা করতে সক্ষম।
হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যেকোনও পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছেন। পাকিস্তান নিরাপত্তা পরিষদের বিবৃতি বলা হয়, এটি নতুন পাকিস্তান। আমরা জনগণকে দেখাতে চাই যে আমরা তাদের রক্ষা করতে সক্ষমত। ওই হামলার ঘটনা পুরোপুরি পরিকল্পিত।
এর আগে চলতি সপ্তাহের প্রথমেই এক ভিডিও বার্তায় ইমরান খান জানিয়েছিলেন কাশ্মিরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সংশ্লিষ্টতা নেই। তার এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। তাদের অভিযোগ, পাকিস্তানই সন্ত্রাসবাদের মূল স্থান।