লোকালয় ২৪

পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত: ইমরান খান

পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবারো হামলা চালাতে পারে ভারত। আর এ হামলা হতে পারে ভারতের লোকসভা নির্বাচনে আগে।

এমনটিই আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি তার এ আশঙ্কার কথা ব্যক্ত করেন বলে জানিয়েছে দৈনিক ডন।

ইমরান খান বলেন, ‘আগামী মাসে ভারতে সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে হামলা চালাতে পারে দেশটি। এ হামলা করে নির্বাচনে ফায়দা লুটার চেষ্টা করতে পারে ভারতের রাজনৈতিক দলগুলো।

এ পরিস্থিতিতে পাকিস্তানকে আরও সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন ইমরান।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে নরেন্দ্র মোদির সরকার ফায়দা তুলতে পাকিস্তানে হামলা চালাতে পারে। সুতরাং হুমকি এখনো কেটে যায়নি। ভারতের নির্বাচনের আগে পর্যন্ত পরিস্থিতি উত্তেজনার মধ্যে থাকবে।’

তবে ভারতের যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন ইমরান খান।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে ভারতের দুটি বিমান বিধ্বস্ত করে পাকিস্তান। আটক করা হয় মিগ-২১ বিমানের পাইলট অভিনন্দনকে। পরে শান্তির বার্তা হিসেবে তাকে ভারতের হাতে তুলে দেন ইমরান।