স্পোর্টস্ আপডেট ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য। এই হামলায় পাকিস্তান সরাসরি জড়িত, এমন অভিযোগ ভারতের। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। এবার সেই সুরে কণ্ঠ মেলালেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ভি ভি এস লক্ষণ।
সম্প্রতি গ্লোবাল সামিট-এর মঞ্চে লক্ষ্মণকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে কিনা। উত্তরে তিনি বলেন, যেভাবে কাপুরুষের মতো জওয়ানদের আক্রমণ করা হয়েছে, তাতে গোটা দেশ শুধু মানসিকভাবে আঘাতই পায়নি, ক্ষুব্ধও।
এই অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবার মতো মানসিকতা আমার নেই। এই মুহূর্তে আমরা সবাই দেশের সেনাবাহিনীর পাশে। এটা শোকের সময়। এমন সময় শহীদ সেনাদের পরিবারের পাশে থাকব আমরা সবাই। আর এই মুহূর্তে তাই ক্রিকেট আমার কাছে প্রধান বিষয় নয়। আগে দেশ।
লক্ষ্মণ বলেন, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। যে দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে খেলব না।
Leave a Reply