কলকাতা আবহাওয়া দপ্তরের পরিচালক গণেশ কুমার দাস বলেন, প্রথম ঝড়টি শুরু হয় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে। দ্বিতীয় ঝড়টি আঘাত হানে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। প্রথম ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। দ্বিতীয় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৯৮ কিলোমিটার। দুটি ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ১৩ মিনিট। ঝড়ে কলকাতায় সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ সাতজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর মধ্যে চাঁদনির কাছে লেনিন সরণিতে এটি চলন্ত স্কুটারের ওপর গাছ ভেঙে পড়লে ওই স্কুটারের চারজন যাত্রী মারা যান। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুজন। বাকি দুজন হাসপাতালে। এ ছাড়া কলকাতার বেহালায় একজন পথচারী, আনন্দপুর এলাকায় একটি পুরোনো বাড়ি ধসে একজন এবং পোস্তায় ঝড়ের মুখে পড়ে আরও একজন মারা যান।
অন্যদিকে, হাওড়ার ডুমুরিজলায় একজন, বেলুরে চারজন এবং আন্দুলে একজন মারা যান। হুগলি এবং বাঁকুড়ায় একজন করে মারা যাওয়ার খবর মিলেছে। গতকালের এ ঝড়ের তাণ্ডবে বন্ধ হয়ে যায় কলকাতার পাতালরেল বা মেট্রোরেল সেবা। দমদমের মেট্রো লাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ায় এ বিপত্তি ঘটে।
শিয়ালদহ ও হাওড়া স্টেশনের ট্রেনলাইনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বহু অফিসযাত্রী রাতে বাড়িতে ফিরতে না পেরে অনেকে রেলস্টেশনে রাত কাটাতে হয়েছে বলে খবর পাওয়া যায়। ঝড়ের তাণ্ডবে কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছপালা। উড়ে গেছে ফুটপাথের বহু দোকানপাট। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে ঢেকে যায় বহু এলাকা।
বিলম্ব হয়েছে কলকাতা থেকে বিমান চলাচল। ডেকানের একটি বিমান কলকাতা বিমান বন্দরের এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারের কাছে দাঁড়িয়ে থাকলেও ঝড়ের মুখে পড়ে বিমানের সামনের অংশ ঘুরে যায়। ১০টি বিমান যথাসময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দেয়।
Leave a Reply