সংবাদ শিরোনাম :
পর পর চার বলে রশিদের চার উইকেট

পর পর চার বলে রশিদের চার উইকেট

পর পর চার বলে রশিদের চার উইকেট
পর পর চার বলে রশিদের চার উইকেট

স্পোর্টস্ আপডেট ডেস্ক : আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান অবিস্মরণীয় এক নজির গড়লেন। আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় বোলার হিসেবে পরপর চার বলে চার উইকেট নিলেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে এই রেকর্ড গড়েন রশিদ। এর আগে এমন রেকর্ড করেছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা।

লেগস্পিনার রশিদ খানের অসাধারণ বোলিংয়েল কারণে টি-২০ সিরিজের আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান।

দেরাদুনে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে আফগানিস্তান। মাত্র ৩৬ বলে ৮১ রান করেন মোহাম্মদ নবি। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে রশিদের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় আয়ারল্যান্ড। রশিদ পাঁচটি উইকেট নেন।

রশিদ আয়ারল্যান্ডের ইনিংসের ১৬-তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনকে আউট করে প্রথম উইকেট নেন। এরপর ১৮-তম ওভারের প্রথম বলে জর্জ ডকরেল এবং দ্বিতীয় বলে শেন গেটকেটকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন রশিদ। পরের বলেই সিমি সিংহকে আউট করেন তিনি।

পরে শেষ ওভারের দ্বিতীয় বলেও জোসুয়া লিটলকে আউট করে পঞ্চম উইকেট নেন রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com