লোকালয় ২৪

পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি

পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি

লোকালয় ডেস্কঃ পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে পর্যটন শহর রাঙ্গামাটি। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা দিনদিন চোখে পড়ার মতো। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে পর্যটক আসছেন।

কাপ্তাই লেক, পাহাড়, ঝর্ণা আর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ আসছেন সৌন্দর্যের লীলাভূমি পাহাড়বেষ্টিত রাঙ্গামাটিতে। যান্ত্রিকতার একঘেঁয়েমি থেকে প্রকৃতির কাছাকাছি কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে লোকজন প্রতিনিয়ত ছুটে আসছেন এখানে।

ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, ‘প্রত্যেক বছর শীতের মৌসুমে রাঙ্গামাটি বেড়াতে আসি। এবারো তা মিস হয়নি। এখানে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, যা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। স্বল্প সময়ের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে। সকালে হোটেলের জানালা দিয়ে যখন কাপ্তাই হ্রদ দেখি, তখন আরও বেশি ভালো লাগে। সত্যি বলতে প্রকৃতি কত সুন্দর, তা আমি রাঙ্গামাটি না এলে জানতে পারতাম না।’

রাঙ্গামাটি প্রিন্স আবাসিক হোটেলের স্বত্বাধিকারী নেছার আহম্মেদ বলেন, ‘আবাসিক হোটেলগুলোতেও এরই মধ্যেই বুকিং হতে শুরু হয়েছে।’

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘এ বছর পর্যটকদের আগমন গত বছরগুলোর চেয়ে বেশি হবে। তার কারণ এবছর প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটি শহর তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া পর্যটকদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আগাম বুকিং হয়ে গেছে পর্যটন মোটেল। আশা করা যাচ্ছে, ভালো পর্যটকের সমাগম হবে এবার।’

নিরাপত্তার বিষয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর বলেন, ‘পর্যটকের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’