লোকালয় ২৪

পরীক্ষা দিতে বাধা, হার্ট অ্যাটাকে কলেজছাত্রের মৃত্যু

পরীক্ষা দিতে বাধা, হার্ট অ্যাটাকে কলেজছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার রামকৃষ্ণ কলেজের এক ছাত্রকে পরীক্ষার প্রবেশপত্র দেয়নি কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে না পারার এই মানসিক চাপ সহ্য করতে পারেননি তিনি। ফলে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটার্ক) হয়ে মারা যান মোহনলাল (২০) নামের ওই ছাত্র।

গত শুক্রবার এ ঘটনা ঘটে। মোহনলাল সাতনার রামকৃষ্ণ কলেজে স্নাতক শ্রেণিতে পড়ছিলেন। গত শুক্রবার মোহনলাল পরীক্ষার ফি বাবদ ২৫ হাজার ৭০০ রুপি জমা দেন কলেজ কর্তৃপক্ষের কাছে। কিন্তু তা মোট ফি থেকে ৩০০ রুপি কম ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষ তাঁকে প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়।

মোহনলালের আত্মীয়রা জানায়, এটি নিয়ে তিনি অনেক উদ্বিগ্ন ছিলেন। তাঁর ক্যারিয়ার (কর্মজীবন) ধ্বংস হয়ে যাবে, এটি তিনি সহ্য করতে পারেননি। মৃত্যুর কাছে হার মেনে চলে যান না ফেরার দেশে।

এ ঘটনায় মোহনলালের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

বিক্ষোভকারীরা জানায়, জেলা কর্তৃপক্ষ যত দিন না কলেজটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তত দিন তারা আন্দোলন চালিয়ে যাবে।