লোকালয় ২৪

পরীক্ষার ফাঁকেই আধঘণ্টার ব্রেক নিয়ে সন্তান জন্ম দিলেন তরুণী

পরীক্ষার ফাঁকেই আধঘণ্টার ব্রেক নিয়ে সন্তান জন্ম দিলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক- ফ্যাতৌমাতা কৌরোমো কোন্ডে নামে ১৮ বছরের এক তরুণী এসেছিলেন পদার্থবিদ্যা পরীক্ষা দিতে। সেখানেই উঠে প্রসব বেদনা। পরে পরীক্ষার হল থেকেই হাসপাতালে যান। এরপর ৪০ মিনিটের মধ্যেই ছেলে সন্তানের জন্ম দিয়ে পুনরায় পরীক্ষার হলে ফিরে আসেন তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌরোমো নামের ওই তরুণী পূর্বাঞ্চলীয় গিনির মামৌ এলাকার বাসিন্দা। হাইস্কুল ডিপ্লোমা পরীক্ষার আগেই সন্তান সম্ভবা হয়ে পড়েন তিনি। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতেও ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। তবে ছেলের মা হওয়ার পাশাপাশি পরীক্ষাটি শেষ করাও খুব জরুরি ছিল তার কাছে। তাই বাড়িতে তিনি কিছুই জানাননি। কারণ জানালে তাকে পরীক্ষা দিতে নিষেধ করতেন পরিবারের সদস্যরা।

তিনি বলেন, ‘ব্যাচেলর ডিগ্রির জন্য সারা বছর প্রস্তুতি নিয়েছি। এই একটা পরীক্ষা বাদ দিলে আমার ডিগ্রিটা পানিতে চলে যেত।’

অবশ্য এ ঘটনা প্রকাশ্যে আসার পরে তাকে এখন সবাই মিলে এক অসাধারণ নারীর শিরোপা দিয়েছেন। স্কুল, পরিবার ও বন্ধুরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।