লোকালয় ২৪

পদ্মায় ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  পাবনায় পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার চরসাদিপুর ইউপির চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ চারজনসহ ১৩ যাত্রী কুষ্টিয়ার ভেড়ামারা থেকে পাবনা সদরের পদ্মার চরে উলু ঘাস কাটতে যাচ্ছিলেন।

নিখোঁজরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামের জুয়েল, জাকির, শরিফুল ও জুবায়ের।

জীবন ফিরে পাওয়া কৃষক মনসুর আলী জানান, গোখাদ্য উলুঘাস (কাশবন) কাটার জন্য জামালপুর গ্রামের ১৩ জন কৃষক পদ্মার চরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে চর ঘোষপুর থেকে একটি নৌকায় করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। মাঝিসহ তারা নয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন তীরে উঠতে পারেননি। তাদের ভাগ্যে কি ঘটেছে তারা বলতে পারছেন না।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক নৌকায় ওঠায় তা নদীর স্রোতে উল্টে যায়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস পাবনার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেছে।

সহকারী পরিচালক সাইফুজ্জামান আরো জানান, দুপুর ১২টায় রাজশাহী থেকে ডুবুরিদল রওনা দিয়েছে। ডুবুরি দল এসে পৌঁছানোর পর উদ্ধার অভিযান আবার শুরু হবে। এদিকে নদী তীরে নিখোঁজদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছেন।