সংবাদ শিরোনাম :
পদ্মার করাল গ্রাস, বিলীন হচ্ছে বিদ্যালয়, জমি ও ঘরবাড়ি

পদ্মার করাল গ্রাস, বিলীন হচ্ছে বিদ্যালয়, জমি ও ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পদ্মার করাল গ্রাসে একের পর এক বিলীন হচ্ছে বিদ্যালয়, আবাদি জমি ও ঘরবাড়িসহ নানা স্থাপনা। শনিবার রাত ১টায় বাঘা উপজেলায় একটি বিদ্যালয়ের পাঁকা ভবনের সম্পূর্ণ চলে যায় পদ্মায়। ২০১২ সালে ভাঙনের কবলে পড়ায় কালিদাশখালি মৌজায় সরিয়ে নেয়া হয়েছিল বিদ্যালয়টি।

এদিকে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার সাথে সাথে লেখা পড়া নিয়ে বিপাকে পড়েছেন সেটির ছয়শ’ শিক্ষার্থী।

২০১৫-১৬ অর্থ বছরে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর আটাত্তর লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাঁকা ভবন নির্মাণ করেছিল। ১৯৯৮ সালেও ভাঙনের কবলে পড়েছিল বিদ্যালয়টি ও পাশের বাজার। সরিয়ে আনার পর এবারও ভাঙনের কবলে পড়লো বিদ্যালয়টি। তলিয়ে গেল বাজারটির বাকি অংশও।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, গত ১৪ বছরে দুবার ভাঙনের কবলে পড়েছে চরাঞ্চলের চকরাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ও চকরাজাপুর বাজার।

ইউপি চেয়ারম্যান আজিজুল আযম ও ফকরুল হাসান বাবলু জানান, গত তিন দশকে ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে, দুটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তা-ঘাটসহ হাজার হাজার বিঘা ফসলি জমি। বিভিন্ন সময়ে বসত ভিটা হারিয়ে সর্বহারা হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার।

উত্তাল পদ্মার রুদ্ররুপে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, আবাদী জমি কেড়ে নেওয়ার দৃশ্য দেখতে নদীপাড়ে নির্বাক চিত্তে দাঁড়িয়ে হাজারো মানুষ। ভাঙনের কবলে পড়েছে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের-গোকুলপুর,জোতকাদিরপুর, কিশোরপুর, আলাইপুর, মালিয়ানদহ, চকরাজাপুর ইউনিয়নের-দিয়ারকাদিরপুর,টিকটিকিপাড়া, চকরাজাপুর, কালিদাসখালি ও লক্ষীনগর এলাকা।

রাজশাহীর বাঘায় গত তিন সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ১০টি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা জমিসহ গাছপালা, পেয়ারা বাগান, পাট, আখসহ নানা প্রকার সবজি ক্ষেত। এবার ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন-পদ্মার তীরবর্তী গোকুলপুর গ্রামের রফিকুল ইসলাম, আজিবার মালিথা, আস্তুল মালিথা, আব্দুল মতিন মালিথা, জোত কাদিরপুর গ্রামের মুনছুর মালিথা, কুদরত আলী, শমসের আলী, পাকুড়িয়ার হাফিজুর রহমান, নয়ন পীর, আসাদুজ্জামান, শরিফুল, আলাইপুরের-চাহার মন্ডল, নাজিম সরকার, নজু প্রামানিক, আজাহার, টুলু মন্ডল, তেথুল মন্ডল সোবহান মল্লিক, চকরাজাপুর ইউনিয়নের-জামাল উদ্দিন, শামসুদ্দিন রেন্টু, আজাদ শেখ, গোলাম মোস্তফা, মনছুর শেখ ও বাবলু দেওয়ানসহ অর্ধসহস্রাধিক কুষক।

উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ নাসিমা খাতুন সম্প্রতি ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com