লোকালয় ২৪

পণ করেছি, নির্বাচন থেকে বের হচ্ছি না: মির্জা ফখরুল

পণ করেছি, নির্বাচন থেকে বের হচ্ছি না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও- সরকার গ্রেপ্তার, হামলা-মামলা ও হয়রানির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তারা এসব করেছে যাতে আমরা নির্বাচন থেকে বেরিয়ে যাই। কিন্তু আমরাও পণ করেছি। সহজে বের হচ্ছি না।

শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার সাথে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

নিজ দলের কমীদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল বিএনপির যাদের আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। এরপরও আমাদের সাধারণ ভোটারকে কেউ হতাশ করতে পারবে না।’

বিএনপি মহাসচিব বলেন, আমরা ১০ বছর পর নির্বাচনে এসেছি। তাদের উচিত ছিল আমাদের সাথে একটু ভাল ব্যবহার করে নির্বাচনে রাখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা তা না করে সারাদেশে গ্রেফতার, হয়রানি, হুমকি-ধমকি দিয়ে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা বের হয়ে যাই। কিন্তু আমরাও পণ করেছি, সহজে বের হচ্ছি না।