পইলের রাস্তাটি মরণ ফাঁদ

পইলের রাস্তাটি মরণ ফাঁদ

পইলের রাস্তাটি মরণ ফাঁদ
পইলের রাস্তাটি মরণ ফাঁদ

মীর মোঃ আব্দুল কাদিরঃ হবিগন্জ শহর থেকে পইল এলাকায় প্রবেশের রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে। দেখার যেন কেউ নেই। প্রতিদিন সাইফুর রহমান ব্রীজ অর্থাৎ মাছুলিয়া ব্রীজ থেকে পইল নতুন বাজারে আসার পথিমধ্যে প্রতিনিয়ত টমটম দুর্ঘটনায় মৃতসহ পঙ্গুত্ব জীবন যাপন করছেন অনেকই। ওই রাস্তার সাই্ডে এমনইভাবে ধেঁবে গেছে, আর রাস্তা বুকটি রয়েছে উঁচু, এতে একটি গাড়ী আরেকটি গাড়ীকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পরে যায়। এতে টমটমে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এতে কেউ কেউ পঙ্গুত্ব জীবনযাপন করছেন।

একই রাস্তায় টমটম দুর্ঘটনায় এড়ালিয়া গ্রামের ট্রাক চালক সামছুউদ্দিন গত মারাত্মকভাবে আহত হলে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন মারা যায়। পরে ৬ জুন তার মৃতদেহ এলাকার পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। শাহ মামুনুর রহমান সাংবাদিক ও তার মেয়ে একই রাস্তায় টমটম উল্টে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। মামুনের একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্হানে আঘাত পেয়ে দীর্ঘদিন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এমন কি এর সপ্তাহ দিন ফের হতে না হতেই আবার একই পরিনতি হয়, মামুনের মেয়ে ৬ষ্ট শ্রেণীর ওই ছাত্রী। মাথায় মারাত্মক আঘাত পায়ে হাসপাতালে চিকিৎসা নেয়। ৬ জুন এড়ালিয়া ও নাজিরপুর রাস্তা মধ্যেস্হানে একটি টমটম, আরেকটি টমটমকে সাইড দিতে গিয়ে বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়।এর মধ্যে দুইজনকে তড়িগড়ি করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পরে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এমন ভাবে কতই না মানুষ ও মরন ফাঁদের রাস্তায় জীবন দিবে এবং পঙ্গুত্ব হচ্ছে এর কোন হিসাব নেই। এতে সচেতন মহলে প্রশ্ন এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়ার মত কি, কেউ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com