উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের তিনটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভার সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নেমেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন, ভাতা ও পেনশন প্রদানের দাবীতে দেশের ৩৭২ টি পৌরসভার কর্মকর্তা কর্মচারী একযোগে এ আন্দোলনে নেমেছেন। ফলে রোববার থেকে গত পাচঁদিন নড়াইল জেলা সদর নড়াইলের কালিয়া ও নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সব ধরনের নাগরিক পৌরসেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশী পৌর নাগরিকরা।