লোকালয় ২৪

নৌকা মার্কায় ভোট দিলে আপনারা ঠকবেন না: এমপি মজিদ খান

নৌকা মার্কায় ভোট দিলে আপনারা ঠকবেন না: এমপি মজিদ খান

ইয়াসিন আরাফাত মিল্টন, স্টাফ রিপোর্টার: বানিয়াচং আজমিরীগঞ্জের জননন্দিত এমপি আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান বলেছেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিলে ঠকবেন না। বানিয়াচংয়ের ভিতরে ও বাহিরে বহু পাকা রাস্তা করেছি। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন, ব্রীজ, কালভার্ট নির্মাণ সহ এলাকার উন্নয়নে ১০টি বছর কাজ করেছি। বানিয়াচং আজমিরীগঞ্জকে আমি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। গতকাল বিকাল ৩ ঘটিকার সময় সারং বাজার কামালখানী সারং বাজার টু বড়বাজার টমটম মালিক সমিতি কর্তৃক সাবেক মেম্বার আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টমটম মালিক সমিতির সভাপতি রফিকুল আলম চৌধুরী রিপনের স ালনায় আয়োজিত আলহাজ্ব এড. আব্দুল মজিদ খানকে সংবর্ধনা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলি বলেন। তিনি আরও বলেন, বানিয়াচংয়ের ভিতরে ও বাহিরে ২১ টি পাকা রাস্তার কাজ চলছে। এছাড়া তিনি বলেন গড়ের খালের ভিতর দিয়ে বানিয়াচং গ্রাম ছিল। গড়ের খালকে পুনরুদ্ধার করে লক্ষ লক্ষ গাছ লাগিয়ে বসবাসের উপযোগী করে তুলতে হবে। গড়ের খাল খনন করে শুটকি নদীতে নিয়ে যাব তাহলে আমাদের পানির কোন সমস্যা হবে না। তিনি আরও বলেন, আমাকে বিগত নির্বাচনে ২০ হাজার ভোট বেশি দিয়ে নির্বাচিত করেছেন আমি দীর্ঘ ১০ বছর কাজ করেছি আমি কোন প্রতারণা করি নাই আমি চেষ্টা করেছি সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। কারও সাথে ধোকাবাজী করি নাই। তিনি হেফাজতে ইসলামের বর্ণনা দিয়ে বলেন আল্লামা শফী আহমদ বলেছেন, শেখ হাসিনার পক্ষেই থাকবো। ১০ লাখ মানুষ শেখ হাািসনাকে শোকরানা মাহফিল করে “কওমী জননী” ঘোষণা দিয়েছেন। তাছাড়া তিনি বলেন, আপনারা যদি আবারও নৌকা মার্কায় ভোট দেন, তাহলে আমার স্বপ্নের বানিয়াচং স্বপ্নের আজমিরীগঞ্জকে মডেল থানা হিসাবে রূপান্তর করার আশ্বাস প্রদান করেন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হারুণ মিয়া, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, ১নং ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, তথ্য প্রযুক্তি লীগ যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিল্টন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, জনাব আলী কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম, সাহেদ আলী, মেম্বার মিজান, মেম্বার মোবারক, খেলু মিয়া, সহিদ মিয়া, দিলু মিয়া, সাহেদ মাষ্ঠর, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, জাবেদ মিয়া, তপু পাল, সামছু খান, ছাত্রলীগ নেতা স্বপন, মহিউদ্দিন, মিঠুন, সেজু, মাহমুদ, নাজমুল ও রিপন খান প্রমুখ।