লোকালয় ২৪

নেটে ভাইরাল ভিরাট কোহলির ট্যাটু

নেটে ভাইরাল ভিরাট কোহলির ট্যাটু

খেলাধুলা ডেস্কঃ ব্যাট হাতে প্রতিপক্ষকে শাসন করতে তিনি যেমন দক্ষ তেমনই সৃজনশীল নিজের শরীরে কারুকার্য করাতে। বিরাটের ট্যাটু প্রেম জানেন না এমন ক্রিকেট ভক্ত হয়তো নেই। আর সেই প্রেমই আরাও দেখা গেল মু্ম্বাইয়ের একটি ট্যাটু পার্লারে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। দলের অন্য সদস্যরা নিদাহাস ট্রফির জন্য তৈরি হলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাটকে। একটানা ক্রিকেট খেলার পর এই ছুটিতে তাই নিজের ট্যাটু প্রেমকে আরও এক বার ঝালিয়ে নিলেন বিরাট।
শনিবার মুম্বইয়ের এক নামজাদা ট্যাটু পার্লারে নতুন ট্যাটু করাতে দেখা যায় বিরাটকে। নিজের কাঁধের উপর ট্যাটু করান বিরাট। বিরাটের নতুন ট্যাটু করানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই পার্লারের এক কর্মী। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই তা রীতিমতো ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।