লোকালয় ২৪

নুসরাত হত্যার রায়ে স্বস্তিতে সরকার: ওবায়দুল কাদের

নুসরাত হত্যার রায়ে স্বস্তিতে সরকার: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে রায়ের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘নুসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির রায় হয়েছে। দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। তা অবিশ্বাস্য মনে হলেও এখানে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়েছে, দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকেও আমরা স্বস্তি প্রকাশ করছি।’

রায় নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, তার পরিবারও সন্তুষ্ট হবে।’

এসময় সদ্য গেজেট হওয়া সড়ক পরিবহন আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনটি কার্যকর হলে সড়কে শৃংখলা ফিরতে সহায়ক হবে। এ আইন প্রণয়ন করা জাতির দাবি ছিল।’ এছাড়া তিনি বলেন, ‘খসড়ায় যা ছিল, সেটাই আইনে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।’

এছাড়া ভোলার বোরহানউদ্দীনে নবীজীকে নিয়ে কটূক্তির ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। এ ঘটনায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির ইন্ধন আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা- ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচারের পর ঘোষিত রায়ে সরকারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।