লোকালয় ডেস্কঃ গত ৫ মে চীনের হেনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে দ্য লং মার্চ-৫বি ক্যারিয়ার রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। কিন্তু সেই রকেট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। রকেটটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে পড়বে বলে ধারণা করছে মার্কিন সেনাবাহিনী।
দ্য লং মার্চ-৫বি যানের এটাই প্রথম কোনো মিশন ছিল। এটি লম্বায় ৫৩ দশমিক ৭ মিটার, আর ওজন হবে ৮৪৯ টন। প্রায় এক সপ্তাহ ধরে পৃথিবী প্রদক্ষিণ করার পর এটি সোমবার পুনরায় পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করেছে। খবর ফোর্বসের
হার্ভার্ড জ্যোতির্বিজ্ঞানীজোনাথন ম্যাকডোয়েল টুইটারে লিখেছেন, যদি এটি ভস্মীভূত না হয় তাহলে ১৯৯১ সালের সালিয়ট-৭ এর পরে মহাকাশযানের সবচেয়ে বড় ধ্বংসাবশেষ প্রথিবীতে আছড়ে পড়বে।
২০১৮ সালে চীনের টিয়াংগং-১ নামে এই মহাকাশ গবেষণা স্টেশনটির ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন, দ্য লং মার্চ-৫বি যান আকারে এর থেকেও বড়।