লোকালয় ২৪

নির্বাচন হবে কঠিন, জরিপে যারা এগিয়ে তাদের হাতেই উঠবে নৌকা: প্রধানমন্ত্রী

নির্বাচন হবে কঠিন, জরিপে যারা এগিয়ে তাদের হাতেই উঠবে নৌকা: প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ  আগামী জাতীয় নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে বলে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দেয়া বক্তব্যে এ কথা বলেন দলের প্রধান। বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় একঘণ্টা বক্তব্য দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘যারা এগিয়ে থাকবে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। সেখানে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না। যাকে মনোনয়ন দেব তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নইলে বিপদ হবে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

সবার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। যাকে নৌকা দিয়ে পাঠাব তার হয়ে কাজ করবেন’।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যাকেই মনোনয়ন দেব, তাকেই আপনাদের মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন?’ এ সময় দলীয় প্রধানের কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি দেন।