লোকালয় ২৪

নির্বাচনে যাওয়ার ঘোষণা ২০ দলীয় জোটের

নির্বাচনে যাওয়ার ঘোষণা ২০ দলীয় জোটের

লোকালয় ডেস্কঃ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে এ জোট।

জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ রোববার দুপুর সোয়া ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কর্নেল (অব.) অলি বলেন, ‘নির্বাচনে অংশ নিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আমাদের নির্বাচনি সমন্বয় হবে। আমরা আশা করি নির্বাচনের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় ২০ দলীয় জোটের পক্ষ থেকে অন্তত এক মাস ভোট পেছানোর দাবি জানান অলি আহমদ।