সংবাদ শিরোনাম :
নির্বাচনে নেই বিএনপির যেসব হেভিওয়েট নেতা

নির্বাচনে নেই বিএনপির যেসব হেভিওয়েট নেতা

নির্বাচনে নেই বিএনপির যেসব হেভিওয়েট নেতা
নির্বাচনে নেই বিএনপির যেসব হেভিওয়েট নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে বিএনপির দেওয়া প্রার্থীদের মধ্যে নেই বিএনপির অনেক হেভিওয়েট নেতা, প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য। বিভিন্ন কারণে অনেকে নির্বাচন করছেন না, অনেকে মনোনয়ন পাননি, আবার অনেকে মনোনয়ন চাননি।

এবার জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জোটের বৃহৎ দল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। যদিও জোটে থাকা সব দলই নির্বাচনে লড়বে ধানের শীষের প্রতীক নিয়ে। ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট দুটি জোটের সঙ্গে সম্পৃক্ত থেকে নির্বাচন করায় বেশ কিছু আসনে শরীকদের ছাড় দিতে হচ্ছে বিএনপিকে। এ কারণে ওই সব আসন থেকে বিএনপির প্রার্থীদের ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আবার অনেকের মনোনয়ন বাতিল হয়ে গেছে।

শুক্রবার বিএনপি ২০৬ আসনে যেসব একক প্রার্থীর নাম ঘোষণা করেছে সেখানে অনেক হেভিওয়েট নেতা বাদ পরলেও আছেন অনেক নতুন মুখ।

এবারের নির্বাচনের মাঠে নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, স্থায়ী কমিটির আরেক সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল।

নির্বাচন করছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক আবদুল মান্নান, সাবেক মন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা, নিলুফার চৌধুরী মনি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com