নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে কমিশন রাইট ট্রাকে চলছে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে রকম নির্বাচন হয় ঠিক সেভাবেই সরকার তার সহায়ক ভূমিকা পালন করছে।
শনিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন: ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, তার জন্য সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। বিনা বাধায় ভোটাররা ভোটকেন্দ্রে আসবে।
তিনি বলেন: বিএনপি’র মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে বিশৃঙ্খলা বা বানচাল তারাই করতে চায় যারা নির্বাচনে জয়ী হতে পারবে না।
কাদের বলেন, বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতার ফোনালাপই বলে দেয় তারা ২০, ২২ ও ৩০টি আসনের বেশি পাবে না। আমি জানি না হয়তো আরো বেশিও পেতে পারেন।