লোকালয় ডেস্কঃ ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময়ই অবাস্তব কথা বলেন। তাদের চারিত্রিক বৈশিষ্ট হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তারা নির্বাচন কমিশনকেও (ইসি) প্রশ্নবিদ্ধ করতে চায়।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ঐক্যফ্রন্টের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতি ও আদর্শহীনদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে, এই নীতি আদর্শহীন মানুষকে বাংলার জনগণ পছন্দ করেনা। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে।
তোফায়েল আহমেদ আরো বলেন, ২০১৪ সালে তারা পেট্রোল বোম মেরে, মানুষ খুন করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলো। এর আগেও তারা ২০০৮-১০ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি।
এ সময় তার সঙ্গে পৌরসভা মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন পথসভায় অংশ নেন।