লোকালয় ২৪

নিজের জামাতাকে অর্থমন্ত্রী বানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিজের জামাতাকে অর্থমন্ত্রী বানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রিসেপ তায়িপ এরদোয়ান। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, তুরস্কের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের অঙ্গীকার করেন। একই দিনে তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন।

৯ জুলাই, সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন এরদোয়ান, খবর আলজাজিরা।

গত মাসে নির্বাচনে জয়ের পর বর্ধিত ক্ষমতাসম্পন্ন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান। স্বাভাবিক সাংসদীয় পদ্ধতি থেকে প্রেসিডেন্টের ক্ষমতাধীন পদ্ধতিতে পরিচালিত হবে দেশটি।

নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান রাষ্ট্রযন্ত্রের প্রধান থাকবেন এবং ভাইস-প্রেসিডেন্ট, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিচারপতি নিয়োগ এবং বরখাস্ত করতে পারবেন সংসদের অনুমতি ছাড়াই। এ ছাড়া তিনি সংসদ ভেঙে দিতে পারবেন, নির্বাহী ডিক্রি জারি করতে পারবেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন। নতুন এই পদ্ধতিতে কোনো প্রধানমন্ত্রী থাকবে না।

এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশকিছু প্রভাবশালী ব্যক্তিত্ব, যেমন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের শেখ তামিন বিন হামাদ আল থানি।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিসভা ঘোষণা করেন এরদোয়ান।  এ সময়ে নিজের কন্যার জামাতা, বেরাত আলবায়রাককে রাজস্ব এবং অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করেন তিনি।

গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থেকেছেন এরদোয়ান। তিনি সবসময়েই নির্বাহী প্রেসিডেন্ট পদ্ধতির গুণগান করে এসেছেন। কিন্তু এ পদ্ধতিতে প্রেসিডেন্টের ক্ষমতা বেশি হয়ে যাবে এ কথা বলে এসেছেন তার বিরোধীরা।