স্পোর্টস্ আপডেট ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই ইনিংস ও রানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইনিংস ও ৫২ রানে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলা বৃষ্টির কারণে না হলেও মাত্র তিন দিনে ইনিংস ও ১২ রানে হারে টাইগাররা। দলের এমন পারফরম্যান্সে হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৮০ রান। ১৪১ রানে পিছিয়ে পঞ্চম বা শেষ দিন ব্যাট করতে নামা সফরকারীরা নিয়মিত উইকেট হারিয়ে অল আউট হয়েছে ২০৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন রিয়াদ।
ব্যাটিংয়ে এমন ব্যর্থতার কারণে মাহমুদ দাবি করছেন, মাঠের দলের যে পারফরম্যান্স ছিল, তার চেয়েও অনেক ভালো দল বাংলাদেশ।
দ্বিতীয় টেস্ট শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘খুবই হতাশাজনক। আমাদের আরও অনেক ভালো কিছু করা দরকার ছিল। আমরা এর চেয়ে অনেক ভালো একটা দল। যতটা দ্রুত সম্ভব আমাদের উচিত সবকিছু মানিয়ে নিতে এগিয়ে যাওয়া।’
তবে টেলরের ক্যাচ মিস করার কারণেও বাংলাদেশকে বড় মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক। ২০ রানে দুইবার জীবন পেয়ে ডাবল সেঞ্চুরি করেন টেলর। তা না হলে গল্পটাও ভিন্ন হতে পারতো বলে মন্তব্য করেন মাহমুদউল্লাহ, ‘আমি ক্যাচ মিস করেছি (টেলরের) এবং এরপর আরেকটা ক্যাচ স্লিপে মিস হলো। ক্যাচ মিস না হলে গল্পটা ভিন্ন হতো।’