লোকালয় ২৪

নিজামপুরে ৭টি রাস্তার উদ্বোধন করলেন এমপি আবু জাহির

নিজামপুরে ৭টি রাস্তার উদ্বোধন করলেন এমপি আবু জাহির

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংস্কার করা ৭টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার দুপুরে পৃথক সময়ে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বীয়ান এবং যুব সমাজকে সাথে নিয়ে সবক’টি রাস্তার উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিন।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পাইকপাড়া মসজিদ মাঠে এক জনসভায় বক্তৃতা করেন এমপি আবু জাহির। এ সময় তিনি বিগত প্রায় সাড়ে ৯ বছরে হবিগঞ্জ লাখাই এবং শায়েস্তাগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত জনতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারো নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
সদর উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার জানান, ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এই ৭টি রাস্তা সংস্কার করা হচ্ছে। এর মাঝে ১০ লাখ টাকা ব্যয়ে ধুলিয়াখাল থেকে উত্তর চতুল রাস্তা, ১৬ লাখ টাকা ব্যয়ে ধুলিয়াখাল থেকে মাহমুদপুর রাস্তা, ২৮ লাখ টাকা ব্যয়ে পাইকপাড়া থেকে শুকড়িপাড়া রাস্তা, ১৬ লাখ টাকা ব্যয়ে শরিফাবাদ থেকে আমিনপুর রাস্তা, ১০ লাখ টাকা ব্যয়ে পাইকপাড়া থেকে সোয়ারগাঁও রাস্তা, ২৬ লাখ টাকা ব্যয়ে পাইকপাড়া থেকে সৈয়দপুর রাস্তা এবং ৮ লাখ টাকা ব্যয়ে পাইকপাড়া থেকে সৈয়দপুর হাইস্কুল রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ একেএম সুফী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, ইউপি সদস্য আব্দুর রউফ, বিশিষ্ট মুরুব্বী সফর আলী ত ালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক নুরুল হক, আওয়ামী লীগ নেতা খেজুর মিয়া, ফকিরাবাদ জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কদ্দুছ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মিয়া, জহুর আলী, যুবলীগ নেতা আবুল কালাম, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ প্রমুখ।