লোকালয় ২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি এবং বাংলাদেশ টেলিভিশন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট এনজেডসি। যারা তাসমান পাড়ের দেশটির প্রতিনিধিত্ব করবেন তাদের অনেকের এর আগে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা নেই। যেটা লাল সবুজদের কাজকে অনেকটাই সহজ করে দেবে।

এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে ১০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সবগুলোই হেরেছে টাইগাররা। এর মধ্যে ঘরের মাঠে ২০০৩ সালের একমাত্র ম্যাচের সিরিজের হারও আছে। তবে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স রয়েছে টাইগারদের।