‘না পারলে সমস্যা নেই। তোমরা তোমাদের সেরা চেষ্টা কর।’

‘না পারলে সমস্যা নেই। তোমরা তোমাদের সেরা চেষ্টা কর।’

‘না পারলে সমস্যা নেই। তোমরা তোমাদের সেরা চেষ্টা কর।’
‘না পারলে সমস্যা নেই। তোমরা তোমাদের সেরা চেষ্টা কর।’

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে তিন সিরিজেও ব্যর্থ পেসাররা। আত্মবিশ্বাস ফেরাতে নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশের অধীনে প্রায় দুই সপ্তাহ পেস বোলাররা নিজেদের দক্ষতার উন্নতি করার সুযোগ পেয়েছেন। ক্যাম্প থেকে কী শিখলেন তারা, সেটা দেখানোর চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হচ্ছেন মোস্তাফিজ-তাসকিনরা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা মনে করেন, শক্তিশালী ভারতের বিপক্ষে পেসারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে দিতে পারলে ভালো কিছু হবে বিশ্বাস তার।  তিনি বলেছেন, ‘পেসারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একদিকে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা, অন্যদিকে আবার কুশল পেরেরা এসেছে। তবুও অসম্ভব কিছু না। বাংলাদেশের এই পেসাররা আগে ভালো করেছে। এখন তাদের মনে সেই আত্মবিশ্বাস জোগাতে হবে।’

তাসকিন-মোস্তাফিজদের অনুপ্রাণিত করতে মাশরাফি বললেন, ‘না পারলে সমস্যা নেই। তোমরা তোমাদের সেরা চেষ্টা কর।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি নিশ্চিত এই মুহূর্তে অন্য খেলোয়াড়দের একটু সমর্থন পেলে তারা ভালো করবে।’

দেশের মাটিতে তিনটি সিরিজে বাজেভাবে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে তাই ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ ও ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ দেশ ছাড়ার আগে বলে গেছেন, নিদাহাস ট্রফিতে ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা আছে তাদের। মাশরাফি কিন্তু তেমনটা ‘যথেষ্ট’ কঠিনই মনে করছেন, ‘সবাই প্রত্যাশা করছে বাংলাদেশ ভালো করবে। যার কারণে চাপ তৈরি হচ্ছে। আমারও প্রত্যাশা আছে। কিন্তু আমি বলতে পারছি না, দল খুব ভালো করবে। কারণ সত্যি বলতে, যদি ওয়ানডে হতো তাহলে ঘুরে দাঁড়াতো। সেই আত্মবিশ্বাসও থাকতো। কিন্তু টি-টোয়েন্টি খেলা- এখন আবার যদি চাপ দেই, তাহলে দলের ওপর আরও চাপ পড়বে। দুটি ম্যাচ জিতলে কথাগুলো তাদের কানে লাগবে না। তবে এখন যেহেতু দল হারের মধ্যে আছে, তাই আমাদের কথাগুলো তারা নেতিবাচকভাবে নেবে।’

শ্রীলঙ্কান প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৪২ রানে পাওয়া এই জয় কিছুটা হলেও টাইগারদের উজ্জীবিত করবে বিশ্বাস মাশরাফির, ‘ব্যাটিং ভালো হয়েছে, এটা খুব ভালো দিক। প্রস্তুতি ম্যাচে যারা ভালো করেছে, মূল ম্যাচে তারা অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবে- এটা বলতে পারি। শ্রীলঙ্কায় গত বছর অনুশীলন ম্যাচে আমরা ২ রানে হারলেও কিন্তু অনেক রান করেছিলাম। ওই আত্মবিশ্বাস দিয়ে কিন্তু প্রথম ম্যাচ জিতেছিলাম। শুরুটা এরকম ভালো করলে টুর্নামেন্টটা ভালো করা সম্ভব হবে।’

যে কোনও সংস্করণেই সাকিব আল হাসানের না থাকা মানে দলের বিরাট ক্ষতি। তবে মাশরাফি মনে করেন, দলের সবাই দায়িত্ব নিয়ে খেললে কিছুটা হলেও সাকিবের অভাব পূরণ করা সম্ভব হবে, ‘যে কোনও সিরিজেই সাকিবের অনুপস্থিতি বিরাট একটা ক্ষতি। সাকিবের জায়গায় দুইজনকে অন্তর্ভুক্ত করতে হয়। যেটা আমাদের জন্য বড় একটা সমস্যা। পুরোপুরি সুস্থ না হয়ে তার ফেরা উচিত হবে না। পরে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে না পারলে তখন কী হবে? দলে এখন যারা আছে, তারা বাড়তি দায়িত্ব নিয়ে খেললে কিছুটা হলেও সাকিবের অভাব পূরণ করতে পারবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com