লোকালয় ২৪

নারী আসনেও ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: কাদের

নারী আসনেও ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: কাদের

ঢাকা- একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির ‍কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তেমনী অর্ধেক ভোটারও নারী। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নারীরা অগ্রণী ভূ‌মিকা পালন ক‌রে‌ছে। নির্বা‌চিত প্রতি‌নি‌ধি হতে জনগ‌ণের খেদমত করার জন্য তা‌দেরও আকাঙ্খা থা‌কে। তারাও সংস‌দে যে‌তে চায়। এ কার‌ণে সংর‌ক্ষিত নারী আস‌নে ম‌নোনয়ন পাওয়ার জন্য তারাও অনেক আগ্রহী। ফ‌লে উৎসব মূখর প‌রি‌বে‌শে ম‌নোনয়ন ফরম বি‌ক্রি হ‌চ্ছে।’

এক প্রশ্নের জবা‌বে কা‌দের ব‌লেন, ‘রাজপ‌থে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতীক্ষা ছাড়াও সাংস্কৃ‌তিক অঙ্গ‌নের ব্যক্তিরাও নির্বাচন‌কে সাম‌নে রে‌খে কাজ ক‌রে‌ছে। তারা সারা‌দে‌শে ভা‌লো ভু‌মিকা রে‌খে‌ছে। সে জন্য তা‌দেরও মূল্যায়ন কর‌তে হ‌বে।

আরেক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন নারী আস‌নে আমরা যা‌দের সি‌লেক্ট কর‌বো পুরুষ সদস্যরা তা‌দের ভোট দি‌য়ে সংসদ সদস্য নির্বা‌চিত কর‌বেন। ৩০ ডিসেম্বরের নির্বাচ‌নে আওয়ামী লী‌গের পাওয়া আসনের সংখ্যানুপা‌তে আমরা প্রার্থী সি‌লেক্ট কর‌বো। আমা‌দের সংসদীয় ম‌নোনয়ন বোর্ডর সভায় প্রার্থী চূড়ান্ত হ‌বে। আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে যারা বো‌র্ডের সদস্য তারা প্রার্থী সি‌লেক্ট কর‌বেন।’

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণের প্রথম দিনে মোট ৬২৪টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ দ্বিতীয় দিনে ফরম জমা নিচ্ছে দলটি।