লোকালয় ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে এনজিও কর্মকর্তার কাছ টাকা আদায়ের ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৯ মে, বুধবার দুপরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাফিউল ইসলাম, কনস্টেবল মশিউর রহমান ও সাব্বির রহমান।
জানা গেছে, সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয়ের কর্মকর্তা মিনহাজুল ইসলামকে ঋণ নেওয়ার কথা বলে কেডিসিপাড়ার একটি বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুলিশ সদস্যর সহায়তায় এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ওই এনজিও কর্মকর্তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
তাদের হাত থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগী এনজিও কর্মকর্তা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। সে সময় আয়না বেগম ও রাব্বানী নামের দুইজনকে ১২ বোতল মদসহ আটক করা হয়।
এ ঘটনায় এনজিও কর্মকর্তা মিনহাজুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।’