লোকালয় ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলায় চার আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৭ আসামীদের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। আর ফাঁসির দন্ডপ্রাপ্ত ৪ আসামী উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছে।

২০১৪ সালের ১৫ আগস্ট বন্ধু ইকবালের কাছে পাওনা ৫ লাখ টাকা আদায় করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে ইলেকট্রনিক্স ব্যবসায়ী হালিম উদ্দিন। একদিন পর ডোবা থেকে হাত-পাবিহীন বন্দী অবস্থায় হালিম উদ্দিনের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করা হয়।