ঢাকা- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে এই হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ ধরনের ঘটনা ঘৃণ্য, জঘন্য, সন্ত্রাসী ঘটনা। যেখানে মানুষ নামাজে ছিল সেখানে তাদের গুলি করে হত্যার মতো জঘন্য ঘটনা আর হতে পারে না।’
শনিবার (১৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা জঙ্গি-সন্ত্রাসী, তাদের কোনো ধর্ম নাই, জাতি নাই, দেশও নাই। তারা সন্ত্রাসী, তাদের সন্ত্রাসী হিসেবে দেখে ব্যবস্থা নিতে হবে। আমি চাই সমগ্র বিশ্ববাসী শুধু এই ঘটনাার নিন্দা প্রকাশ করবে না। সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যবস্থা নেবে।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমাদের ক্রিকেট খেলোয়াড়, তাদের এই মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল, তারা গিয়েছিলও। একজন আহত নারী তাদের ঢুকতে বারণ করে।
তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ক্রিকেট দলকে যেখানে খেলতে পাঠাব, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পাঠাব।’ কারণ আমাদের দেশে যারা খেলতে আসে, তাদের আমরা যথাযথভাবে নিরাপত্তা দিই।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়। এতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। আহত হন ৪৮ জন।
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন নিহত হন। একজন হাসপাতালে মারা যান।