নাগরিকত্ব সংশোধনী আইন: ভারতকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র

নাগরিকত্ব সংশোধনী আইন: ভারতকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র

নাগরিকত্ব সংশোধনী আইন: ভারতকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র
নাগরিকত্ব সংশোধনী আইন: ভারতকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নাগরিকত্ব বিল নিয়ে এবার দেশটিকে কড়া বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে কী কী ঘটছে, সেদিকে নজর রেখেছি আমরা। ধর্মীয় স্বাধীনতা এবং সবার সমানাধিকারই আমাদের দুই গণতন্ত্রের মৌলিক নীতি। ভারতের কাছে মার্কিন সরকারের আর্জি, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা মাথায় রেখে তারা যেন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে।

প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দিতে গত সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাস করা হয়। পরে বুধবার রাজ্যসভাতেও তা পাস হয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে মার্কিন কংগ্রেসের একটি অংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com