নিহতরা হলেন উপজেলার তুলাতুলি গ্রামের কাজল মোল্লা (৩২), তার মেয়ে কাকলী (৮) ও ছেলে সোয়ান (৫)।
রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তুলাটুলি গ্রামে গিয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
কাজল অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। কয়েক বছর আগে বিদেশ যাওয়ার জন্য এক ব্যক্তিকে দেড় লাখ টাকা দেন বলে স্বজনরা জানিয়েছে। কিন্তু বিদেশ যেতে পারেননি। পরে কাজল আদালতে মামলা করেন।
ওসি দেলোয়ার বলেন, বৃহস্পতিবার ওই মামলার রায় দেয় আদালত। রায়ে কাজল হেরে যান। শুক্রবার সকালে এলাকাবাসী তাকে গাছে ঝুলতে দেখে। আর ডোবার পাশে মেলে তার দুই শিশুসন্তানের লাশ।
“মামলায় হেরে যাওয়ায় হতাশা থেকে কাজল তার ছেলেমেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার পর গাছে উঠে দড়ির ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
কাজলের স্ত্রী সাদিয়া আক্তার (২৭) বিলাপ করতে করতে বলেন, কাজল মামলার রায় শুনে ফেরার পর ছেলেমেয়েকে নিয়ে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। তাদের ফিরতে দেরি হওয়ায় সাদিয়া তার দেবর-ভাসুরদের জানান। তারা কোথাও খুঁজে না পেয়ে থানায় যায়। এভাবেই তাদের রাত কাটে। সকালে এলাকাবাসীর মুখে মুখে খবর ছড়ায়।
লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।