ফরিদ আহমদ, নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ তথা উত্তর নবীগঞ্জ এলাকাটি একটি জনবহুল এলাকা , এমনকি প্রবাসী অধ্যুশিত পরিচিত । প্রতিদিন হাজার হাজার লোক ইনাতগঞ্জ,কাজিগঞ্জ বাজার ,র্ফামবাজার ,এমনকি পার্শবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেরার ভিবিন্ন গ্রাম থেকে নবীগঞ্জ সদর এবং হবিগঞ্জ সদর এমনকি রাজাধানী ঢাকাতেও নবীগঞ্জ হয়ে যেথে হয়। যোগাযোগ ব্যবস্থা এত নাজুক যে,এক শ্রেণির দুষকৃতি লোকের কাছে সাধারণ জনগন জিম্মি হয়ে আছে।প্রায় তিন মাস হয়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি,নবীগঞ্জ সালামতপুর,নবীগঞ্জ থানার পয়েন্ট,কাজীর বাজার ,ইনাতগঞ্জ পূর্ব বাজার,ইনাতগঞ্জ পশ্চিম বাজার,মার্কুলী ,সৈয়দপুর সহ উপজেহলার মধ্যে যথটা সি,এন,জি স্টেন্ড আছে তাদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে আছে।স্টেন্ডের কিছু খারাফ লোকদের কাছে সারা নবীগঞ্জের সাধারণ জনগন এখন হাতের পুতুল হয়ে আছে।তাদের হাঙ্গা আর দাঙ্গার কারনে এক স্টেন্ডের সি এন জি অন্য যায়গায় যেথে পারেনা। যদি কোন সি এনজি গাড়ী কারো জরুরী কাজে অথবা স্কুল কলেজের পরীক্ষার জন্য এমনকি মুমূর্ষ কোন রোগী বহন করে যেথে চায় তাহলে তার জন্য রয়ে মহা বিপদ। হয়তা তার গড়ী ভেঙ্গে দেবে নতুবা তার উপর আসবে অমানশিক নির্যাতন।এই নির্যাতন থেকে সাধারন যাত্রীরাও পারপাননা।এই সুযোগে স্বল্প সংখ্যাক বাস ও টম টম তাদের খামখেয়ালীপনা দেখাতে গিয়ে ভারাও করেছে দ্বিগুন।এই নিয়ে প্রশাষন যেমন রয়েছে নীরব পাশা পাশী জনপ্রতিনিধিরাও রয়েছেন নীরব আর ভোগান্তি হচ্ছে সাধারন জনগন ,স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীদের।সাধারণ যাত্রীদের একটাই হতাশা কবে হবে এর সুরাহ। সচেতন মহলের একটাই প্রশ্ন সি,এ,জি ড্রাইভার কি আইনের উর্দে তানাহলে প্রশাষনের নজরেই এই সাহস পায় কিভাবে। তাদের অত্র নবীগঞ্জবাসীর যাত্রী,স্কুল কলেজের ছাত্র/ছাত্রী,অফিসগামীরা প্রশাষনের সু দৃস্টি কামনা করছে।