লোকালয় ২৪

নবীগঞ্জে তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত

নবীগঞ্জে তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত

শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জে কয়েকদিন ধরে চলছে শৈত্য প্রবাহ। এতে করে সাধারন মানুষের স্বাভাবিক জন জীবন বিপর্যস্ত হচ্ছে। এই তীব্র শীতে ছোট বাচ্চা ও বৃদ্ধ মানুষ ঠান্টা জনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশী নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে  ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা চিকিৎসা নিতে।  গতকাল বৃহস্পতিবার মিলেনি কোন সূর্যের দেখা। ফেচবুকে সাংবাদিক সেলিম উদ্দিন লিখেছেন সারাদেশে হার খাপানো শীত,আজ সূর্য মামার ছুটি।আরেকজন ফেসবুকে পোস্ট করেন কনকনে বাতাসে ঘর হতে বাড়ানোই মুশকিল।এরখম অনেকেই শীতের তীব্রতা অনুভব করে ফেসবুকে  অনুভূতি প্রকাশ করেছেন।শীতের মাঘ মাস আসার আগেই তীব্র শীত এতে বিপর্যস্ত হয়ে পড়েছে নবীগঞ্জ উপজেলা বাসীর জন জীবন।তীব্র শীতে নিম্ন আয়ের কেটে খাওয়া বেশীর   ভাগ মানুষই  কাজে যাননি।এদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা নবীগঞ্জে ১৬° ডিগ্রি  সেলসিয়াস রের্কট  দেখা যায় স্মার্ট মোবাইল ফোনে।নবীগঞ্জ উপজেলা জুরে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। এতে দূর্ভোগ কষ্টে বেশী আছেন ছিন্নমূল নিম্ন আয়ের মানুষরা। যাদের শীতের কাপড় এখনো কিনা সম্ভব হয়নি তারা কাগজ ও কাঠ পুরিয়ে শীত নিবারন করতে দেখা যায়।অনেকেই মনে করেন সামাজিক সংগঠন ও বিত্তবানরা অসহায় মানুষদের পাশে এগিয়ে আসলে নিম্ন আয়ের কেটে খাওয়া মানুষরা একটু উপকৃত হবে।