প্রেরকঃ এম,মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধিঃ আসুন প্লাস্টিক দূষন বন্ধ করি” প্লাস্টিক পুন: ব্যাবহার করি না পারলে বর্জন করি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিয়া জীবিকা প্রকল্প নবীগঞ্জের বিবিয়ানার উদ্যোগে উপজেলা প্রশাসন নবীগঞ্জ এর আয়োজনে গতকাল ৫ জুন ২০১৮ ইং যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।উক্ত দিবসে দিন ব্যাপী কার্যক্রমের মধ্যে র্যালী পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়।সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আতাউল গণি উসমানি (সহকারী কমিশনার ভূমি),মোঃ দুলাল উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা,এনামুল হক আর ডি ও নবীগঞ্জ । বক্তারা তাদের বক্তব্যে বলেন জলবায়ূ পরিবর্তনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়েই চলছে। উষ্ণতা এ ভাবে বাড়তে থাকলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে।ফলে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ দেখা দেবে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।প্লাস্টিক ব্যাবহারের ক্ষেত্রে শতর্কতা অবলম্বন করতে হবে।যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবেনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।তা ছাড়া বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে পৃথিবীকে সবুজ করে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার।জীবিকা প্রকল্প উপজেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার, সমবায়, আইডিয়ার বিভিন্ন কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,এবং জীবিকা প্রকল্পের সার্বিক গ্রাম উন্নন সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।উল্লেখ্য ব্র্যাক শেভরন যৌথ উদ্যোগে বাস্তবায়ন সহযোগি আইডিয়ার সহায়তায় অক্টোবর ২০১৫ সাল হতে বৃহত্তর সিলেট অঞ্চলে ১১২ টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২০ হাজার দরিদ্র জনগোষ্টির জীবন মান উন্নয়নের লক্ষ্যে জীবিকা প্রকল্পের কাযর্ক্রম পরিচালিত হচ্ছে।