নবীগঞ্জের সদরঘাটে একটু বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ছোট্র নদী।

নবীগঞ্জের সদরঘাটে একটু বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ছোট্র নদী।

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জ জেলার   নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট গ্রামের রাস্তা এটা। সদর ঘাট নতুন বাজার থেকে গ্রামের ভেতরে প্রায় আধা কিঃ মিঃ পাকাকরণ কাজ করা হয়েছিল প্রায় ১৮ বছর পূর্বে । রাস্তাটি পাকাকরণ করেছিলেন প্রয়াত এমপি জননেতা  আলহাজ্ব দেওয়ান  ফরিদ গাজী । এরপর থেকে দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও এই রাস্তার দিকে কারো সুদৃষ্টি পড়েনি, এখন পর্যন্ত আর সংস্কার বা উন্নয়নের ছোয়া  লাগেনি এই রাস্তায়। যার ফলে রাস্তার পাকা কার্পেটিং  উঠে গিয়ে নিচের কংক্রিট ও উঠে যাচ্ছে এবং  রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে  পড়েছে। আর অল্প বৃষ্টি হলেই যানবাহন তো  দূরের কথা সাধারণ মানুষ যাতায়াত করতেও ব্যাপক সমস্যা দেখা দেয়, রাস্তা নয় যেন আমাদের সেই ছোট্র নদী!  রাস্তার দু’পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে, একটু বেশি বৃষ্টি হলেই হাঁটু পানি ও এর চেয়ে অধিক পানি জমাট হয়ে বাচ্চারা সাঁতরিয়ে আর বড়রা কাপড় ভিজিয়ে প্রায় একশত গজ পরিমাণ জায়গা পারাপার হতে হয়। জনদূর্ভোগ চরম আকার ধারণ করছে৷

প্রতি বছরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকেই এর প্রতিকার চেয়ে লেখালেখি করেন কিন্তু কোন প্রকার  প্রতিকার আসেনা। ভুক্তভোগীদের অভিযোগ এখানে এসে স্থানীয় জন প্রতিনিধিরা যেন চোখ বন্ধ করে চলে যান, তাই তাদের নজরে আসেনা! এমনটাই বলছেন ভুক্তভোগী অনেকই । জনদূর্ভোগ লাগবে  ও এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ  কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com