নবীগঞ্জের পিটুয়া সদরাবাদ সড়কে ১ যূগেও হয়নি পাকা রাস্তা,দেখার যেন কেউ নেই!

নবীগঞ্জের পিটুয়া সদরাবাদ সড়কে ১ যূগেও হয়নি পাকা রাস্তা,দেখার যেন কেউ নেই!

lokaloy24.com
lokaloy24.com

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার
আউশকান্দি ইউনিয়নের গ্রামীন জনপদে কাঁচা পাকা রাস্তার বেহাল দশা,
এতে জনজীবনে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। গ্রামীন
এলাকার রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হচ্ছে
পথচারীদের। এতে স্কুল কলেজ মাদ্ধসঢ়;রাসাগামী ছাত্র/ছাত্রী সহ এলাকার সর্বস্থরের
জনসাধারণে ভোগান্তির যেন শেষ নেই। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার
২নং ব্রীজ নামক স্থান হইতে প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তার উন্নয়ন
কাজ অত্র ইউনিয়নের পিটুয়া সদরাবাদ হযরত শাহ সদর উদ্দিন কুরাইশি (রহঃ)
মাজার পর্যন্ত পাকা করন হয়েছিল, প্রায় ১ যূগ পূর্বে, মুকিমপুর আলিম
মাদ্ধসঢ়;রাসা পর্যন্ত অবশিষ্ট প্রায় ২ কিলোমিটার কাচা রাস্তা রয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর অতিবাহিত হলেও সংস্কার ও মেরামতে
অভাবে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে, খাল খন্দকে ভরপুর, অনেক স্থানে
কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ইট ও বালু সরে গেছে।
রাস্তা দিয়ে চলতে গিয়ে ধূলোবালিতে নাজেহাল হতে হয় কোমলমতি
ছাত্র/ছাত্রী সহ পথচারীদের। কোন প্রকার যানবাহন চলাচল না করায় সীমাহীন
দূর্ভোগের শিকার হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকার দুপুরে
সরেজমিন পরিদর্শনকালে পিটুয়া দারুস সুন্নাহ ইসলামী একাডেমী ও
দাখিল মাদ্ধসঢ়;রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী
(ছোট মিয়া), অত্র প্রতিষ্ঠানে সভাপতি ও মুকিমপুর আলীম মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ
মাওলানা মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ মাওলানা জাফর কল্লুল, শিক্ষক
মাওলানা হাফেজ কারী জামাল আহমদ, সামিয়া খানম চৌধুরী, শিপন আহমদ,
পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান চৌধুরী, ফজললু হক, আঃ মন্নান,
সবুজ মিয়া, জুবেদুর রহমান, ফজলু মিয়া আরো অনেকই স্থানীয় পিটুয়া
দারুস সুন্নাহ ইসলামী একাডেমী ও দাখিল মাদ্ধসঢ়;রাসার এক অভিভাবক
সমাবেশে সচেতন মহলের লোকজন ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সুদৃষ্টি কামনা করে উক্ত রাস্তাটির সংস্কার কাজের জন্য জোড়ালো দাবী
জানান। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এল.জি.ই.ডি (প্রকৌশলীর) সাথে
যোগাযোগ করা হলে তিনি রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে অচিরেই
রাস্তাটির উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com