লোকালয় ২৪

নবীগঞ্জের ডাকাত ওয়াহিদ গ্রেতার

এম মুজিব নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য বহুল আলোচিত ওয়াহিদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার বিকেলে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরতলীর খোয়াই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত ওয়াহিদ মিয়া নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল আউয়াল এর পুত্র।

পুলিশ জানায়, ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। আলোচিত ডাকাত ওয়াহিদ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার এস আই ওমর ফারুক এর নেতৃত্বে এস আই পার্থসহ একদল পুলিশ হবিগঞ্জ শহরতলীর খোয়াই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ওয়াহিদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় প্রায় ৮/১০ টি ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।

নবীগঞ্জের পল্লীতে পূর্ব বিরুধ ও স্বামী স্ত্রীর বিরুধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত ৭ টায় ওই উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে।

 

আহতদের সুত্রে প্রকাশ, ওই গ্রামের হিবলু মিয়া ও স্ত্রী কথা কাটাকাটির জের নিয়ে প্রতিবেশি আবুল কাশেমগংরা পক্ষ নেয়। তারা ঐক্যজোট হয়ে অপর প্রতিবেশি আজমান উল্লার পুত্র বাচ্চু মিয়াসহ তাদের পক্ষের লোকদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে বাচ্চু মিয়া (৩০), আজমান মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৫০), বাতির মিয়ার স্ত্রী সম্বরাত বেগম (৫৩) আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চু মিয়ার লোকজন জানান, তাদেরকে ওই গ্রামের গোলজার মিয়ার পুত্র আবুল কাশেম, আব্দুল মুমিন ও আবুল হাসানগংরা অতর্কিত হামলা করে আহত করেছে। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।