লোকালয় ২৪

নদী ভাঙ্গনের শিকার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জি, কে গউছ

নদী ভাঙ্গনের শিকার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জি, কে গউছ

লোকালয় ডেস্কঃ নদী ভাঙ্গনের শিকার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল মাছুলিয়া ব্রীজের কাছে নদীর বাধে বসবাসরত হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর ৫ টি পরিবারসহ ক্ষতিগ্রস্থ মোট ৩৬ টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। সোমবার বিকেলে মেয়র আলহাজ্ব জি, কে গউছ নদী ভাঙ্গনের শিকার কাকিয়ার আব্দা গ্রামে নদীর বাধে বসবাসরত পরিবারের সদস্যদের দেখতে যান। এ সময় তিনি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাধের পাড়ের অবস্থা পর্যবেক্ষন করেন। এ সময় এলাকাবাসী মেয়রের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন যতটুকু সম্ভব বাঁধের ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রেখে বাঁধ রক্ষার উদ্যোগ নেয়া প্রয়োজন। মেয়র জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধ রক্ষা ও দুঃস্থ অসহায় পরিবারগুলোর পূর্নবাসনে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নদী ভাঙ্গনের শিকার হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর ৫ পরিবারসহ ৩৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। উল্লেখ্য গত ১৫ তারিখ খোয়াই নদীতে প্রবল বান দেখা দেয়। ওই দিন নদীর পানি বিপদসীমার ২২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঈদের দিন নদীর পানি কমে যাওয়ার পর কাকিয়ার আব্দা নদীর বাধ এলাকায় অবস্থিত বসতঘরগুলো নদীগর্ভে বিলীন হতে থাকে। ফলে ওই এলাকায় আতকং ছড়িয়ে পড়ে। সেখানকার পরিবারগুলো বর্তমানে কাকিয়ার আব্দা হাজী ছুরত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে।