লোকালয় ২৪

ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ!

অধিনায়কত্ব ছাড়লেও এখনও ক্ষূরধার মহেন্দ্র সিংহ ধোনির মস্তিষ্ক। শুধু অধিনায়কত্বই নয়, উইকেটের পিছনেও ধোনি এখনও সমান ভয়ঙ্কর। স্টাম্পিং থেকে ক্যাচিং- সব দিক থেকেই অনেক পিছিয়ে তরুণ উইকেটরক্ষকরা। আর ধোনির এই অভিজ্ঞতাকেই কাজে লাগানোর জন্য পাক অধিনায়ক সরফরাজ আহমদকে উপদেশ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহম্মদ ইউসুফ। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, দীর্ঘদিন ধরে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। শুধু নেতৃত্ব দেওয়াই নয়, একজন ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক হিসাবে ধোনি দারুণ পারফরন্যান্স করেছে। ধোনির থেকে অনেক কিছু শিখতে পারবে সরফরাজ।

অধিনায়ক হিসেবে সরফরাজের সফরটাও নেহাত মন্দ নয়। দায়িত্ব পেয়ে প্রায় ভাঙা একটা দল নিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তানের সাস্প্রতিক পারফরম্যান্স একদমই ভাল নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। পড়তে হয়েছে প্রবল সমালোচনার মুখে। ধোনির টিপস সরফরাজের পারফরম্যান্সের উন্নতিতেও সাহায্য করবে বলে মনে করেন ইউসুফ। পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ধোনির সঙ্গে যদি কথা বলা যায় তা হলে খুবই ভাল হবে। ও অনেক প্রয়োজনীয় টিপস দিতে পারবে সরফরাজকে। কঠিন পরিস্থিতি কী ভাবে সামলাতে হয় সরফরাজ শিখতে পারবে ধোনির কাছ থেকে। কিপিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্ব সামলানোটা মোটেও সহজ নয়। চাপের মাথায় কী করে মাথা ঠান্ডা রেখে সাফল্য পেতে হয় তার পাঠ ওকে শেখাতে পারবে ধোনিই। ওয়েবসাইট।