লোকালয় ২৪

ধেয়ে আসছে ১৮০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় ‘শানশান’

ধেয়ে আসছে ১৮০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় ‘শানশান’

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল শক্তিশালী এক ঘূর্ণিঝড় জাপানের রাজধানী টোকিওতে আঘাত হানতে যাচ্ছে। ‘শানশান’ নামের এই ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এ জন্য সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

জানাপি গণমাধ্যমে বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস নিয়ে বয়ে যেতে পারে। এর কারণে টোকিওতে ভারি বর্ষণও হতে পারে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ ৩৫০ মিলিমিটারে পৌঁছতে পারে।

তবে ধারণা করা হচ্ছে, প্রবল শক্তিতে টোকিওর দিকে অগ্রসর হতে থাকা ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়বে। এটি জাপানি প্রধান দ্বীপ হনশুর পর্যন্ত পৌঁছার আগেই কিছুটা দুর্বল হয়ে পড়বে।

তারপরেও ক্ষয়-ক্ষতি কমাতে রাজধানী ও এর আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলেছে আবহওয়া অফিস। রেকর্ড তাপপ্রবাহ এবং ভয়াবহ বন্যার পর এবার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে জাপানিরা।