ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এ দল থেকে বাদ পড়েছেন হাশিম আমলা। তবে ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, সে দলের একজন সিনিয়র সদস্য তাকে বাদ দেওয়া হয়নি।
ঘরোয়া লিগ মোমেন্টাম ওয়ানডে কাপে নিজের ফিটসেন প্রমাণ করে ফের জাতীয় দলে ফিরেছেন ফাস্ট বোলার লুনগি এনগিদি। গত বছর হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো পেসার অ্যানরিচ নোরতে জাতীয় দলে ডাক পেয়েছেন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন ও পেসার ড্যান প্যাটারসনকে বাদ দেওয়া হয়েছে।
আগামী ৩ মার্চ জোহার্নেসবার্গে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা ওডিআই দল:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুনগি এনগিদি, অ্যানরিচ নোরতে, আন্দিলে ফেলকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসী, ডেল স্টেইন, র্যাসি ভ্যান ডার ডুসেন।