লোকালয় ২৪

দ্রুততম সময়েই পাঠদানের অনুমতি পেয়েছে আবু জাহির উচ্চ বিদ্যালয়

দ্রুততম সময়েই পাঠদানের অনুমতি পেয়েছে আবু জাহির উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরতলীর বহুলাস্থ এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে। গতকাল বুধবার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম এই অনুমতি প্রদান করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর প্রথমে নিম্ন মাধ্যমিক এবং পরে অতি অল্প সময়ে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়া বিরল ঘটনা। এই প্রতিষ্ঠানটি দ্রুত কলেজে রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি এই অনুমতি পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। সারা বাংলাদেশে ৭ শতাধিক প্রতিষ্ঠান এই অনুমতি পাওয়ার আবেদন করলে দেয়া হয় মাত্র ৬৯টিকে। এর মাঝে সিলেট বিভাগে ৫টি স্কুলের মধ্যে এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় একটি।
তিনি আরো জানান, এডভোকেট মোঃ আবু জাহির এমপি ২০১৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৬ইং সনে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় শুরু হয় পাঠদান। পরে ২০১৭ সনে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি নিয়ে আসেন এমপি আবু জাহির।

এদিকে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ায় সকল শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। তারা এমপি এডভোকেট মোঃ আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত- প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শতভাগ পাশ নিশ্চিতসহ বিভিন্ন পর্যায়ে ক্রীড়া এবং বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আসছে। স্কুলটি সহ শিক্ষা কার্যক্রমে জেলার মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।