ফেনী প্রতিনিধি: ফেনীতে বুধবার সকালে ফেনীর বারাহিপুর রেলক্রসিং এলাকায় দ্রুতগামী তুর্ণা-নিশিথা ট্রেন ও কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত, তিন জন আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা চট্রগ্রাম পুরাতন মহাসড়কের ফেনীর বারাহিপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্ষী ও রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মো. আবদুল আলীম আমাদের প্রতিবেদককে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী তূর্ণা নিশিতা ট্রেনটি ভোরে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহিপুর রেলক্রাসিং এলাকায় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ ৪ জন নিহত ও আহত হয় আরো ৩ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি। পুলিশ আরো জানায়, ঘটনার সময় রেল ক্রসিং এর গেইটম্যান ঘুমিয়ে থাকার কারণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। দূর্ঘটনার পর কিছুক্ষণ টেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।