সংবাদ শিরোনাম :
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি

লোকালয় ডেস্ক : দীর্ঘ ৭ বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, কোনো ম্যাচ খেলতে নয়। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের শরণার্থী শিবির পর্যবেক্ষণের জন্যই বাংলাদেশে আসছেন মেসি।

সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই ঢাকায় পা রাখার কথা আর্জেন্টাইন অধিনায়কের। ঢাকা থেকে সরাসরি চলে যাবেন কক্সবাজারে। সেখানে ৪ ঘণ্টার মতো অবস্থান করবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

যদিও মেসির বাংলাদেশ সফর নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইউনিসেফের কর্মকর্তারা। সম্প্রতি এই সফরের বিষয়টি অস্বীকার করেছিলেন ইউনিসেফের মুখপাত্র অ্যালিস্টার লওসন।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মত ঢাকায় এসেছিলেন মেসি। আর্জেন্টিনা-নাইজেরিয়ার ওই ম্যাচের সাক্ষী হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com