লোকালয় ২৪

দোয়া চেয়ে দেশ ছাড়লেন মাশরাফি

দোয়া চেয়ে দেশ ছাড়লেন মাশরাফি

স্পোর্টস্ আপডেট ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ জিতে তিনদিনের ছুটিতে দেশে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার সকাল সাড়ে ১০টায় ধরলেন লন্ডনের বিমান। শুরু হয়ে গেল দেশের সফল অধিনায়কের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপের জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি।

বিমানবন্দরে মাশরাফী বলেন, সবাই দোয়া করবেন, আমরা চেষ্টা করবো ভালো করার। সবাই দোয়া করবেন, বাংলাদেশ দল যেন ভালো খেলে।

ত্রিদেশীয় সিরিজ জয় দলকে আত্মবিশ্বাসী করলেও বিশ্বকাপ আসরে ভালো শুরু করাটা জরুরী বলে মনে করেন অধিনায়ক, সবার আত্মবিশ্বাস অনেক ভালো আছে। তবে টুর্নামেন্ট তো ভিন্ন। শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে আশা করি ভালো কিছুই হবে।

বাংলাদেশ দল লেস্টারে থাকলেও মাশরাফী সরাসরি লন্ডন যাচ্ছেন অধিনায়কদের সংবাদ সম্মেলনে যোগ দিতে। বৃহস্পতিবার লন্ডনের দ্য ফিল্ম শেডে ১০ দলের অধিনায়ক বিশ্বমিডিয়ার মুখোমুখি হবেন।

মাশরাফী ছাড়া তামিমও পরিবারকে সময় দিতে আছেন দুবাইয়ে। তবে আগামীকাল দলের সাথে লেস্টারে যোগ দেয়ার কথা রয়েছে তার।

লেস্টারে অনুশীলন করছে বাংলাদেশ। সেখান থেকে কার্ডিফে যাবে টাইগাররা। ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।